মনিরুল ইসলাম মনির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ভোরে ২নং ঢাকেশ্বরী এলাকার ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায়। দগ্ধরা হলঃ সোহাগ, রুপালি, সামিয়া, জান্নাত, হান্নান, সাব্বির, সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের আগুনে শ্রমজীবী দুই পরিবারের বসবাস তাদের ৮জন দগ্ধ হয়েছে। আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ সবাই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।