মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে যুবদলে উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুু কামনা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দক্ষিণ গাজীপুর বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আ. মোকশেদের পরিচালনায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, আলী রাজ প্রধান, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন। ইফতারের পূর্বে মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন’সহ দলের সব নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আহসান হাবিব।