এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর)ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম ফেসবুক স্টাটাস দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪ টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি নেতা সাইফুল। স্ট্যাটাসে লিখেন,ভাদুরিয়া ইউনিয়ান বিএনপি এবং সকল অংগ সংগঠন প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি? অদ্য থেকে ভাদুরিয়া ইউনিয়ন কমিটি ও ওয়াড কমিটি পদ থেকে নিজের ইচ্ছায় অব্যাহতি নিলাম! তিনি ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ব্যাক্তিগত কারনে আমি দল থেকে পদত্যাগ করবো বলে ফেসবুকে স্টাটাস দিয়েছি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির নিকট পদত্যাগপত্র জমা দিবো।
ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মিয়া বলেন,এবিষয়ে আমি কিছু জানিনা,আমার কাছে কেও পদত্যাগ পত্র জমা দিয়ে যায়নি।উল্লেখ্য, তার ঐ স্টাটাসে একজনের মন্তব্যের উত্তরে সাইফুল ইসলাম বলেন, বয়স অনেক হলো দূনীতি,আর অন্যায় করে চলতে চাই না বাবার যেটা আছে সেটা নিয়ে সমাজে সবার সাথে চলতে চাই।