মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজিঃ নং ১৮০৮/৭৫, ১৯৬২-৬৩) এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব এ.এস.এম আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সামসুদ্দিন বাবুল (সদস্য সচিব, নির্বাচন কমিশন), মোঃ আবুল কাসেম, মোস্তাফিজুর রহমান শাহীন এবং আরও অনেকে।এবারের কমিটিতে সহকারী সম্পাদক (শিক্ষক কল্যাণ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন। তার অভিষেককে কেন্দ্র করে বরগুনা জেলাজুড়ে শিক্ষক সমাজের মাঝে আনন্দের জোয়ার বইছে।
অনেকেই আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতা প্রাথমিক শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ পথচলায় সর্বস্তরের শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করা হয়।