বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ডিবি (জেলা গোয়েন্দা শাখা) পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার (০৩ মে) বিকেল ৫টার দিকে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমতলীর আড়পাঙ্গাশিয়া গ্রামের হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) ও একই এলাকার আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। জেলা ডিবি সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ আমতলীর গুলিশাখালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় জয়নব বেগম নামে এক নারী ৯ এপ্রিল নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর আদালতের মামলার কপি নিয়ে রিয়াজ ও রাসেল ডিবি পুলিশ পরিচয় দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সেজে খেকুয়ানী এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তারের নামে যায়। অভিযুক্তকে না পেয়ে তারা ভুক্তভোগীর মাকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। ঘটনার সন্দেহ হলে ভুক্তভোগী মো. মাসুম মৃধা বিষয়টি জেলা ডিবি অফিসার ইনচার্জকে জানান। ডিবির একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যের সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পঁচাকোড়ালিয়া এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। বরগুনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, “ডিবি পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।