বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গ্রাম আদালত কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে আজ ৭ মে ২০২৫ ইং তারিখ, সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইয়াছিন আরাফাত রানা। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মো: রকিবুল ইসলাম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার।সভায় গ্রাম আদালতের সার্বিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন আরাফাত রানা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী গণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই ধরনের সভা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।