বরগুনা প্রতিনিধি: “মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” – এই অঙ্গীকারকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের, ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫। আজ ১০ মে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের আয়োজনে, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন। তাঁর নেতৃত্বে ও সহকারী শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল: বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষণ উপকরণ তৈরী ও সজ্জাকরণ ,উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ , শিক্ষার্থীরা এই আয়োজনে উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে, যা তাদের মাঝে শিক্ষা ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ জোগাবে।
এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।