নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে একই দিনে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় দূর্ঘটনায় তারা প্রাণ হারান। জানা গেছে, মতলব উত্তর উপজেলার কলসভাঙ্গা গ্রামে মোঃ কাউছার (২০) নামে একজন বিদ্যুস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন। ওই গ্রামের ফজলুল হক মোল্লার বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় ডোবার পানিতে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তাড় তোলার জন্য কাউছার পানিতে নামলে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার ব্রাহ্মনচক গ্রামের জহির হাসানের ছেলে। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার ছোট ঝিনাইয়াগ্রামে মোঃ বিল্লাল হোসেন মুন্সির ১৬ মাস বয়সী শিশু মোঃ ইয়াছিন নতুন বিল্ডিং নির্মাণের জন্য করার গর্তে পড়ে হাবুডুবু খাচ্ছিল। পরে তার দাদী দেখে ডাক চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একুই দিনে অন্যদিকে মোটর সাইকেল কিনে না দেওয়ায় মোঃ ফাহিম হোসেন (১৮) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় তার মা ডাক দিয়ে কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে ঝুলানো অবস্থায় তার লাশ দেখতে পায়। সে উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। জানা গেছে, গতকাল সোমবার রাতে ঘুমানোর পূর্বে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে, তার বাবা মোটরসাইকেল দিতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে রাতেই অভিমান করে যেকোনো সময় গলায় গামছা প্যাচ লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।