নিজস্ব প্রতিনিধিঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সচিবালয়ের কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।সভায় আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন। একইসঙ্গে উপস্থিত আছেন আন্দোলনরত কর্মচারী সংগঠনের নেতারা। এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে এক জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও আন্দোলন করেছেন। তারা সচিবালয়ের প্রধান ফটক ঘিরে বিক্ষোভ করেন। দিনভর সচিবালয়ের আশপাশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। মোতায়েন ছিল সোয়াত, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের সদস্যরা।