বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আবদুল মান্নান (৬৫) থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে তার নিজ বসত ঘরের সামনে জমি ছাড়ার দাবিতে একদল সন্ত্রাসী তর্কে লিপ্ত হয় এবং একপর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। ঘটনাটি ঘটে সদর উপজেলার, ২ নং গৌরীচন্না ইউনিয়নের, উত্তর লাকুরতলা, সোনার বাংলা, ৪নং ওয়ার্ডে । এ ঘটনায় অভিযুক্তরা হলেন সেলিম রেজা (৫০), পিতা: মৃত জয়নুদ্দিন, গ্রাম: বেতবুনিয়া , হাবিবুর রহমান (৫০), পিতা: মৃত আবদুল মজিদ হাং, গ্রাম: লাকুরতলা ,সজিব (৩০), পিতা: সেলিম রেজা, গ্রাম: বেতবুনিয়া, রফিক, পিতা: মৃত আবদুল মজিদ হাং, গ্রাম: লাকুরতলা, ইব্রাহিম (২৫), পিতা: মৃত শহিদ হাং, গ্রাম: লাকুরতলা, এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৭ জন অভিযুক্ত রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের একটি মামলা ও জমি বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা আবদুল মান্নানের জমি ছাড়ার দাবিতে হুমকি দেয় এবং এক পর্যায়ে ধারালো দা, ডেগার, লোহার রড ও বাসের লাঠি