এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজকে কেন দল থেকে বহিস্কার করা হবে না মর্মে রবিবার রাতে দিনাজপুর জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এক সিদ্ধান্তে কারন দর্শনার নোটিশ জারি করেন দিনাজপুর জেলা বি এন পির সহ-সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্ব রত ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল। তিনি আরও জানান মুক্তি মাহফুজ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-এর সহিত অসদাচরণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।এমতাবস্থায়, সাংগঠনিক পদ থেকে কেন বহিষ্কার করা হবে না, তা আগামী ১০/০৬/২০২৫খ্রিঃ তারিখ বেলা ১১:০০ ঘটিকার মধ্যে দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম-এর সম্মুখে স্ব-শরীরে উপস্থিত থেকে সংগঠনের জেলা কার্যালয়ে মৌখিক ও লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন প্রদান করেন করেন। এ বিষয়ে মুক্তি মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।