নিজেস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু লুটপাটি করেনি, শুধু অর্থ পাচারই করেনি, তারা এদেশের বিচার ব্যবস্থাকে ভেঙে নষ্ট করে দিয়েছে। ফলে দেশের মানুষ সুষ্ঠু বিচার পায়নি। মানুষের বাকস্বাধীনতা নস্ট হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. জালাল উদ্দিন আরো বলেন, বর্তমানে দেশের যে অবস্থা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মত। এই অবস্থা থেকে বের হতে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার খুবই জরুরী। দেশের মানুষ একটি নির্বাচিত জনগণের সরকার চায়। সুতরাং দ্রুত নির্বাচনের কোন বিকল্প নেই। দেশকে সমৃদ্ধশালী করতে হলে বিএনপিকেই সরকার গঠন করতে হবে। আর জনগণ বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায়। এনসিপির উদ্দেশ্যে ড. জালাল বলেন, আপনারা এখনো ছাত্র। আগে শিখেন, তারপর রাজনীতি করুন। আর কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলবেন। আর তারেক রহমানের ব্যাপারে মিথ্যাচার ছড়ানো থেকে বিরত থাকুন। তিনি একজন জনপ্রিয় আন্তর্জাতিক মানের নেতা। সুতরাং এসব মিথ্যাচারে নেতার কিছুই হবে না। সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাসেল শিকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। আরো বক্তব্য রাখেন, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাশমত প্রধান, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বশির উদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউয়ুম মু্ন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত নুরুল হুদা ফয়েজী।