কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- বিভিন্ন ক্ষেত্রে কমসংস্থানসহ বাংলা ভাষার পাশা পাশি ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও বিয়াম ল্যাবেটরি স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিয়াম ল্যারেটরি স্কুল এন্ড কলেজে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধন শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সভাপতি ও আত্রাই উপজেলা নিবাহী অফিসান(ইউএনও) মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্লাবের মাধ্যমে বিনা পারিশ্রমিকে স্কুল কলেজের ইংরাজি বিষয়ে শিক্ষকরা প্রতি সপ্তাহে আগ্রহী শিক্ষাতীদের ইংরেজি বিষয়েম ভাষা শেখাবেন। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের গুরুত্ব ও তাৎপয তুলে ধরে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, ইংরাজি আন্তজাতিক ভাষা। ইংরাজিতে অভিজ্ঞরা চাকুরি ক্ষেত্রে এগিয়ে থাকেন। প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শি ক্ষা প্রতিষ্ঠানে ইংলিম ল্যাংগুয়েজ ক্লাব চালু করলে শিক্ষাথীরা উপকৃত হবে বলেও জানান তিনি। এ সময় তিনি এমন প্রতিষ্ঠান গুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিক সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। বিয়াম স্কুল ল্যারেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষমোঃ বুলবুল আহম্মেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ সোহেল হোসেন, আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর। অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা বিতকিত প্রতিযোগীতায় ইংরাজীতে বক্তব্য রাখেন। অনষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক? শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে একটি ক্রেস তুলে দেন।
,