এম সাজেদুল ইসলাম সাগর প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)ঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে চলছে ভেল্কিবাজি এবং ব্যাপক অনিয়ম।তালিকা ভুক্ত কৃষক ও কৃষাণীরা ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে শরিষা উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ১কেজি বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাওয়ার কথা প্রকৃত কৃষকের নাম উপজেলার কৃষি অফিসের তালিকায় থাকলেও প্রণোদনার সার ও বীজ পাননি অনেক কৃষক।উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা। সরে জমিনে গিয়ে দেখা যায়, শালখুরিয়া ইউনিয়নের ছোট তেতুলিয়া গ্রামের কৃষাণী সুধা রাণী,লক্ষী রানীসহ আরও অনেক প্রকৃত প্রান্তিক কৃষক তাদের অভিযোগ, সরকারি তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের প্রণোদনা দেয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে শরিষা উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ১কেজি বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কথা ছিল।তবে বিতরণের পর দেখা যায়,তালিকাভুক্ত থেকেও অনেক কৃষক সার বীজ পাননি। কৃষাণী সুধা রাণী বলেন,শুনলাম আমার নাম তালিকায় ছিলো,কিন্তু আমি কোন সার বীজ পায়নি।তাহলে কারা আমার নামের সার বীজ নিয়ে গেলো আমি জানতে চাই। এমন প্রতারণা যারা করছে তাদের শাস্তিও দাবি করছি। কৃষাণী লক্ষী রাণী বলেন,তালিকায় নাম থাকার পরেও সার বীজ কিছু পায়নি, আমরা গরিব মানুষ,প্রণোদনার সার বীজ পাইলে আমাদের খুব উপকার হতো। আমাদের নামের সার বীজ কে নিয়ে গেলো এটা জানতে চাই। যারা প্রণোদনা নিয়ে প্রতারণা করলো তাদের উচিৎ শিক্ষা যেন হয়। এ বিষয়ে শালখুরিয়া ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা সদিকুল ইসলাম বলেন,আমরা মাঠ পর্যায়ে গিয়ে যারা চাষ করতে ইচ্ছুক,তাদের ছবি আইডি কার্ড নিয়ে কৃষক নির্ধারণ করি।তালিকায় নাম থেকেও প্রণোদনা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,মোটামুটি সবাই পেয়েছে,হয়ত তারা লাগায়নি।তাই আপনাদের বলছে পায়নি।নামের সাথে ছবি ও স্বাক্ষর মিল না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,প্রণোদনার তালিকা অফিসের ভিতরে আছে, আপনাদের কাছে তো নাই বলে এড়িয়ে যান। নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলেন,এগুলো তো অনেক আগে বিতরণ হয়েছে। বিতরণে কোন অনিয়ম হয়নি। এগুলো তো অনেক আগে বিতরণ হয়েছে বিতরণে কোন অনিয়ম হয়নি ।