বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাটি গ্রামে রাত দশটায় খলিলুর রহমান খন্দকার নামের এক ব্যক্তির পৈত্রিক বসতঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। রোববার রাত দশটায় ৯নম্বর ওয়ার্ডে ওই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আহত খলিলুর রহমান বলেন, আমার পৈত্রিক ভোগদখলীয় বসতঘর দখলে নিতে নুরু মোহাম্মদ খন্দকার তার কন্যা শিরীন সুলতানা, সহ সোলায়মান, জানে আলম শিপন, আব্দুর রহমান, ঝুমুর আক্তার, রিয়া মনি, স্বর বানুদের নিয়ে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে রাতে ঘরে হামলা চালায়। ঘর ভেঙে ফেলার পাশাপাশি আমাকে মারধরও করে। এতে আমি গুরুতর আহত হই। স্থানীয় বাসিন্দারাও জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। এ ঘটনার জেরে পূর্বপরিকল্পিতভাবে খলিলুর রহমানের বসতঘরে হামলা চালানো হয় বলে তাদের ধারণা। তবে অভিযুক্ত পরিবারটি আওয়ামী লীগ হওয়ার কারণেই এখনো তারা নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। তারা এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ন্যায়বিচার দাবি করেছেন।অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নুরু খন্দকার ও তার পরিবার। তাদের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো ঘটনা। আমাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নিজেরাই ঘর ভেঙেছে।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য সহিংসতা রোধে কার্যকর ভূমিকা নেওয়া জরুরি।