এম সাজেদুল ইসলাম সাগর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ;দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্টের বিশেষ অভিযানে হেলমেট বাহিনী, ট্রিপল হত্যা ও বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগের দু'জন নেতাকর্মী সহ ৩ জনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার ( ৭ আগষ্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। এজাহার সূত্রে জানা যায়,ডেভিল হান্ট অভিযানে ০৩ জন গ্রেফতার নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্স ০৮/০৮/২০২৫ খ্রিঃ দুপুর ২ টা হইতে বিকাল ৬ টা পর্যন্ত সময়ে ডেভিল হান্ট বিশেষ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জের উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক (২০০৯), নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য (২০১৩), নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক (২০১৯) এবং হেলমেট বাহিনীর প্রধান মোঃ তহিদুল ইসলাম,(তৌহিদুল) , পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-রামপুর বাজার এবং বর্ণিত দুটি মামলার এজাহারনামীয় ৩৬নং ও ৩৭নং আসামী নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক (২০০৯), নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য (২০১৩), নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক (২০১৯) এবং হেলমেট বাহিনীর সদস্য মোঃ তবিবুর রহমান, ছদ্ম নাম (তহিবুর, তৈয়বুর, তবারক) পিতা-মোঃ আব্দুল জলিল মাছুয়া, সাং-রঘুনাথপুর (খিয়ারপাড়া), নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য (২০০৯), নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য (২০১৩), ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড (২০১৯) এবং হেলমেট বাহিনীর সদস্য মোঃ রফিকুল ইসলাম , পিতা-মৃত নাজমুল হক মন্ডল, মাতা-মৃত সুরাইয়া বেগম, সাং-জগন্নাথপুর (জিয়াকাঁঠাল), সর্ব থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রতিবেদককে জানান, গ্রেফতার আ.লীগ নেতারা উপজেলার আলোচিত একটি ট্রিপল মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি। শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।