বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন দায়িত্ব নেওয়ার পর থেকে থানার কর্মকাণ্ডে এসেছে ব্যাপক পরিবর্তন। অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের ফলে সদর উপজেলায় অপরাধ প্রবণতা আগের তুলনায় অনেক কমে গেছে। থানায় মামলা জট হ্রাস, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় গতি এসেছে। এতে দীর্ঘদিন ধরে হয়রানি ও জটিলতায় ভোগা ভুক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ওসি ইয়াকুব হোসাইনের নেতৃত্বে থানায় জনবান্ধব সেবা নিশ্চিত করা হয়েছে। থানার দরজা এখন ২৪ ঘণ্টা সবার জন্য উন্মুক্ত। নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সেবা ডেস্ক চালু হয়েছে। তাছাড়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও পর্যবেক্ষণ কার্যক্রম দ্রুততর করা হয়েছে।বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিলের সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই সাফল্যগুলো এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে বরগুনা সদর থানা একটি মডেল থানা হিসেবে গড়ে উঠছে, যা জেলার অন্যান্য থানার জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে। (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান আমি যোগদানের পর থেকেই অপরাধীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক। মাদক নির্মূল, চুরি-ডাকাতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । এতে অপরাধ প্রবণতা আগের তুলনায় উল্লেখ যোগ্যভাবে কমে এসেছে। আর এগুলো সম্ভব হয়েছে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মূলক পরামর্শে। তবে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল থানা থেকে অসৎ সুবিধা নিতে না পারায় বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোন দুষ্কৃতিকারী থানায় যাতে অসৎ সুবিধা নিতে না পারে এ ব্যাপারে থানাপুলিশ সজাগ দৃষ্টি রয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে বরগুনা সদর উপজেলাকে অপরাধমুক্ত এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।