বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি ২০২৫ তালতলী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি ২০২৫ উদ্বোধন করেছে তালতলী উপজেলা বিএনপি। উপজেলা কার্যালয়ে এ উপলক্ষে ফরম বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফরম বিতরণ উদ্বোধন শেষে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মোল্লা। এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মামুনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, “সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী সংগঠন হিসেবে জনগণের পাশে দাঁড়াবে।