বরগুনা প্রতিনিধি: বরগুনার স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। রবিবার সকাল ১১টায় বরগুনা সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি, জামায়াতে ইসলাম, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক মাস্টার এবং বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজবুল কবির সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, গত তিন মাসে ডেঙ্গুতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সামান্য অসুস্থ হলেও রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে। ফলে জেলার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা বরগুনার ২৫০ শয্যার সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ চালু এবং চিকিৎসক-নার্স সংকট নিরসনের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।