বরগুনা প্রতিনিধি: বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট ২৫ ইং) বিকেল ৫টায় ফুলঝুড়ি বন্দর উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিসের সামনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, ছিনতাইসহ স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন। আয়োজন করেন ফুলঝুড়ি বন্দর উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরগুনা জেলা কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সালেক বিএসসি, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, সদর থানার এস আই সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মাহমুদ মোতালেব মুন্সী, জুলাই যোদ্ধা হান্নান মিয়া, সাবেক শিক্ষক নিখিল মাষ্টার, সাবেক ইউপি সদস্য কুটি সিকদার ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, বিএনপি নেতা সোহেল খন্দকার, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস রায়হান, সমাজ সেবক জুয়েল হাওলাদার, আনিচুর রহমান, মোঃ পলাশ সহ সুশীল সমাজের প্রতিনিধিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ীরা।বক্তারা ফুলঝুড়ি বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান। এ সময় প্রধান অতিথি ওসি মোঃ ইয়াকুব হোসাইন আশ্বাস দিয়ে বলেন, “ফুলঝুড়ি বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, ছিনতাই বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন।