এম সাজেদুল ইসলাম সাগর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আ.লীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে জয়লাভ করা ভাদুরিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামিমের অফিস কক্ষে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তালা দিয়েছেন বিএনপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার ( ২১ আগষ্ট) দুপুরে ভাদুরিয়া বাজার থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে চেয়ারম্যানের কক্ষে তালা দেন । তবে চেয়ারম্যানের কক্ষ ব্যতীত ইউনিয়ন পরিষদের সকল কক্ষে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন সোহাগ, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলিমুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম সহ অনেকে । নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।