বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার সরিষা মুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পিন্টু গাবতলী গ্রামের মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মোজাম্মেল মৃধা ঢাকায় থাকেন।
বাড়িতে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে থাকে। ঘটনার দিন, স্কুল থেকে ফিরে দুপুরের পর ওই ছাত্রী তার ছোট বোনের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত এনায়েত হোসেন পিন্টু তাদের ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, পিন্টু ঘরের দরজা বন্ধ করে ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সে মেয়েটিকে মেরে ফেলার ও লাশ গুম করার ভয় দেখায়। এ সময় সে মোবাইলে আপত্তিকর ভিডিও দেখিয়ে যৌন হেনস্তা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পিন্টু পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনার সত্যতা জানার জন্যে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে ওসি মোঃ মনিরুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।