বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ১৩৭ নং উত্তর কুমরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত সহকারী শিক্ষক যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও চ্যানেল এর টিভির বরগুনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক নিগার সুলতানা, শিক্ষক আব্দুস সালাম, ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত হোসেন খান, শারমিন সুলতানা, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় বিদ্যালয়ের সভাপতি নবাগত শিক্ষককে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি