এম সাজেদুল ইসলাম সাগর, (নবাবগঞ্জ) দিনাজপুরঃ “মাদককে না বলুন, মাদকের কোন ছাড় নাই” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা, দিনাজপুর এর নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার সকাল ০৯.০৫ টার সময় নবাবগঞ্জ থানার ২নং বিনোদনগর ইউনিয়নের অন্তর্গত পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া) হইতে এক জন মাদক কারবারী আটক করেন। থানা সূত্রে জানা যায়, মোঃ নাজমুল হুদা (৪৫), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া), থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে ৭০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতারপূর্বক নবাবগঞ্জ থানায় সকাল ১০.০৫ টায় আসামীকে যথাযাথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মতিন বলেন,মাদককে না বলুন, মাদকের কোন ছাড় নাই” এই নীতিতে ৭শত গ্রাম গাজাসহ একজনকে আটকরে দিনাজপুর জেল হাযতে প্রেরন করা হয়েছে।