বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয়তাবাদী দল পিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে পিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করতে হবে। তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে নতুন উদ্দীপনায় দলের সংগঠনকে সুসংগঠিত করার শপথ নেন।
মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ০১-৯-২৫ ইং