বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই দুই আসামীকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আল মামুন শিকদার। পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ ময়দানের পাশে ডোবার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মো. আজিজুল (২২), পিতা মোহাম্মদ ফারুক শিকদার, সাং-বড় তালেশ্বর, বামনা, বরগুনা। প্রাথমিক তদন্তে জানা যায়, যাত্রীবেশে ছিনতাইকারীরা আজিজুলের অটোরিকশায় ওঠে তাকে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী ও ওসি হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই রাত ১টার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া-কাঠালিয়া মহাসড়কের শিকদারের গ্যারেজ এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. হৃদয় (২২) কে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আসামী সাইফুল ইসলামের (২৫) বিরুদ্ধে মাদক ও হত্যা চেষ্টা সহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। অপর আসামী মো. হৃদয় (২২)-এর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বামনা থানায় মামলা নং-০৬, তাং-১২ সেপ্টেম্বর ২০২৫, ধারা-৩৯২/ ৩০২/ ২০১ দণ্ডবিধি রুজু করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।