বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এসময় কুদ্দুস মীরের নেতৃত্বে প্রতিপক্ষরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিকের বাবা, মা ও ভাই গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাংবাদিক জামাল মীরও হামলার শিকার হন। আহত চারজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সংকটাপন্ন দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি ।