
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় থানার কুমিরা ইউনিয়নের সংখ্যালঘুদের তাড়াতে ১২ বিঘা ইজারা নেওয়া ভিপি সম্পত্তি সার্ভিয়ারের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে তালা উপজেলা এসিল্যান্ড মাসুদুর রহমান দিলেন অন্যদের নামে তার বিস্তার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে যেয়ে জানা গেছে, পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মুকন্দ কুমার ঘোষ, পিতা মৃত্যু প্রফুল্ল কুমার ঘোষ দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ভিপি জমি ডিসিআর নিয়ে নিয়মিত কর পরিশোধ করে পান বরজ, ধান ও বিভিন্ন ফলজ লাগিয়ে ভোগদখল করে আসচ্ছেন। হটাৎ করে কোন নোটিশ ছাড়া তালা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাসুদুর রহমান কিভাবে সকিনা ও নওশীন সহ অন্যান্য ১০ জন ব্যক্তির নামে বেনামে ভুমি ডিসিআর দিলেন তার বিস্তার অভিযোগ ওঠেছে। ঘটনা সূত্রে আরও জানা যায়, ভূমি অফিসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ঘুষের বিনিময়ে এই জমি ভুয়া রিপোর্ট তৈরি করে কারসাজির করে রাতারাতি মালিকানা পরিবর্তন করেছেন। দাবী ভিপি ইজারা ২৩/৮৭ তালা কর্তৃক প্রদত্ত ও ভিপি মিস কেস ০৪/২৫ তালা ৫৩১ জমি পূর্নবহলের জন্য সাতক্ষীরার এডিসি মইনুল ইসলাম বরাবর আপিল করেছেন। আপিল পরবর্তী এডিসি সরেজমিনে তদন্তের নির্দেশ দেন সেখানেও টাকার বিনিময়ে সার্ভেয়ার শাকিব আলম কাওসার ভূয়া রিপোর্ট দিয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সার্ভেয়ারের কাছে জিজ্ঞাসা করলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি। উক্ত ভিপি জমি ফিরে পেতে মুকন্দ কুমার ঘোষ সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।