আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী শহরে অবস্থানরত ফেনী-২ আসনের বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের জনশক্তিকে নিয়ে এক প্রীতি সমাবেশ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মাওলানা নাদরুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক শিহাবুদ্দিনের সন্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন ফেনী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ,জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ।আরো বক্তব্য রাখেন,শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর শিবিরের সেক্রেটারী, ঞ্জৃঝ প্রধান অতিথি বলেন,দীর্ঘ সময় পর্যন্ত এদেশের জনগন সুশাসন,ভোটাধিকার এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিলেন তারা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি ভংগ করেছে। জুলাই অভ্যুত্থান এর মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং গণ হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যেন তেন নির্বাচন বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করবে। তিনি বলেন, ইসলামের পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।মুফতি আবদুল হান্নান বলেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত বৃথা জাবেনা। রক্তের প্রতিটি ফোটা কথা বলবে ইনশাআল্লাহ। তাঁদের শাহাদাতের বিনিময়ে এদেশে একদিন কালেমার ঝান্ডা উড়বে।