1. live@swadeshkagoj.com : স্বদেশ কাগজ : স্বদেশ কাগজ
  2. info@www.swadeshkagoj.com : স্বদেশ কাগজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম বিকাশের মাঠ দিবস অনুষ্ঠিত শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমুলক ও ভূমিকম্পের সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা আকস্মিক দরপতনে মাথায় হাত, লোকসানের মুখে বরিশালের আগৈলঝাড়ার পানচাষিরা লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন  সৎ এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের মুল উদ্দেশ্য” দাগনভূঁঞায় ভোটার সমাবেশে ডা. মানিক চরমজলিশপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ,পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত “আমাদের এবারের সংগ্রাম দূর্নীতি এবং চাদাবাজীর বিরুদ্ধে” ডা: মো: ফখরুদ্দিন মানিক লকডাউন’ কর্মসূচীকে ঘিরে সর্বোচ্চ কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী — পুলিশ সুপার জসিম উদ্দিন  মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্য গ্রেফতার, গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন তালতলীতে ভাইদের ফাঁসাতে আত্মআঘাতের অভিযোগে বোন মরিয়ম বেগমের বিরুদ্ধে মানববন্ধন

ফেনীর দাগনভূঞাতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ২ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

 

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীর দাগনভূঞায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারের বাড়িতে এ ডাকাতি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা আরো জানান, শুক্রবার গভীর রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সবাইকে বেঁধে ফেলে এবং ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তাদের দেওয়া তথ্য মতে লুটের মোট পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার মতো। সরজমিনের তথ্য মতে আরো জানাযায়, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন এবং কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে আসেন। ওই তিনজনের কাছেই প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে না থাকলেও ঘরে থাকা বাবুল মিয়া, তার দুই ভাগনে ও দুই বোনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতরা। বাবুল মিয়াকে তারা মারধরও করে। পরে সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসীই এই ঘটনার সঙ্গে জড়িত। এসব ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরো জোরালো ভূমিকার মাধ্যমে এসকল অপরাধীদের আইনের আওতায় আনবেন বলে প্রত্যাশা রাখেন। ঘটনার খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বলেন, এখানে ক্রাইমিক একটি ঘটনা ঘটেছে, আসলে এটি ডাকাতি, দুর্ধর্ষতা না-কি চুরি তদন্তের মাধ্যমে বাহির হয়ে আসবে। পুলিশ সুপার আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাড়ির সাথে যাদের নিবিড় যোগাযোগ আছে এবং যাদের যাতায়াত রয়েছে তাদের মধ্যে থেকে এমন ঘটনা ঘটানো হতেপারে। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট