
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র সহায়তায় এই সভার আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), আইনি পরামর্শক ও হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম জেলার গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার। সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, স্থানীয় জনগণের অংশগ্রহণ, মামলা নিষ্পত্তির হার এবং বিচার প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নারী ও শিশু সংক্রান্ত সংবেদনশীল মামলা দ্রুত নিষ্পত্তি, দুর্যোগকালীন জরুরি সেবা এবং গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের ভূমিকা সম্পর্কেও প্রস্তাব গ্রহণ করা হয়। গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে। এজন্য সঠিক প্রশিক্ষণ, রেকর্ড-রক্ষণ ও সমন্বিত মনিটরিং অত্যন্ত জরুরি। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন স্থানীয় সরকার ও অংশীদারদের সমন্বয়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে, যাতে জনগণ দ্রুত ও ন্যায্য বিচার পায়। সভায় পরবর্তী কর্মপরিকল্পনা হিসেবে প্রশিক্ষণ সেশন বৃদ্ধি, মাসিক মনিটরিং রিপোর্ট প্রয়োগ, এবং সফল কেস স্টাডির ভিত্তিতে সেরা অনুশীলনগুলো বিস্তারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক তিনটি ইউনিয়ন পরিষদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি