কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ-মাগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসা আট বছরের শিশু আছিয়াকে ধষণের ঘটনায় ধষকের সবোচ্চ বিচারের দাবিতে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষাথীরা। মঙ্গলবার (১০ মাচ) সকালে শিক্ষাথীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি মোল্লা আজাদ ডিগ্রী কলেজ থেকে উপজেলার গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণকরে উপজেলা পরিষদ গেটে এসে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়। শিক্ষাথীরা ধষকদেরপ্রতি ঘৃণা প্রধশণ করে শিক্ষাথীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন। এ সময় তারা “ আমার সোনার বাংলায়, ধষকের স্থান নাই, সারা বাংলায়খবর দে, ধষকদের ফাঁসিদে” ‘জাষ্টিস জাষ্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে শিক্ষাথীরা প্রতিবাদ করা না পযন্ত ধষকদের কেন বিচার শুরু হয় না।তা জানতে চান। এ ছাড়া অন্তরবতী সরকার দলীয় সরকার না হওয়া সত্বেওধষকদের কেন দ্রুত বিচার করতে পারছেন না, তাজানতে চান। বিক্ষোভ সমাবেশে শিক্ষাথী সানজিদা ইসলাম বলেন, আমরাএখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতেআসি নাসনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি।শুধুআছিয়া নয়,তনুহত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা বিচার চেতে আজ রাজ পথে নেমেছি। আজ আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। এসময়শিক্ষীরা বলেন, প্রত্যেক ধষিত বোনের পাশে আমরা আছি।তাদের ধষণের বিচার না হওয়া পসন্ত আমরা রাজ পথে থাকবো। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র নেতা মোঃতারেক রহমান সম্রাট, মেহেদিহাসান প্রমূখ।