মনিরুল ইসলাম মনির মতলব উত্তরঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উপজেলার ৬ নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভিডব্লিউবি’র ৬৫ জন সদস্যের মাসিক সঞ্চয় কৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার দুপুরে কলাকান্দা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ভিডব্লিউবির সুবিধা ভোগী ৬৫ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিডব্লিউবির সুবিধাভোগী সদস্য রুমা বেগম। লিখিত বক্তব্যে রুমা বেগম বলেন, ২০২৩-২০২৪ খ্রি: অর্থ বছরের বিডব্লিউবি উপকারভোগী ৬৫ জন সদস্যের ২ বছর মাসিক ২শ’ টাকা করে ২ লাখ ২১ হাজার ৪০০ টাকা কলাকান্দা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান সোবহান সরকার সুভার নির্দেশে ডিজিটাল সেন্টার এর পরিচালক আব্দুল বাতেন ছৈয়াল গ্ৰহণ করেন। মেয়াদ শেষের পরও আমাদের সঞ্চয়কৃত টাকা ফেরত চেয়ে দিচ্ছে না। তাই টাকা পাওয়ার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর দরখাস্ত করেছি। ভুক্তভোগীরা সঞ্চয়কৃত টাকা ফেরত দেয়ার দাবি জানান।