বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী বরগুনা জেলা তাঁতী দল। রবিবার বিকেল পাঁচটায় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁতী দলের নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, থানা বিএনপির সভাপতি তালিমুল ইসলাম পলাশ ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। নেতারা বলেন, তারেক রহমান ও শহীদ জিয়ার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তাঁরা দ্রুত এধরনের কর্মকাণ্ডের বিচার দাবি করেন। তাঁতী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।