বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ৮টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনে প্রার্থীদের দৌড়, পুশ-আপ, হাই জাম্প, লং জাম্পসহ বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। কোনো প্রার্থী যেন দালাল চক্র বা আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাবিত হওয়ার চেষ্টা না করে।” তিনি উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৯ আগস্টের কার্যক্রমে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেন। এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তানভির আহমদ, এআইজি (পিওএইচএস-১ ও ৩), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব তাহমিনা আক্তার খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব সমির সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল), পটুয়াখালী জনাব মোঃ ইকরামুল আহাদ, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল), বরিশালএছাড়াও বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।