আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ফেনী পরশুরাম বাউরখুমা তালুকপাড়া ধানের জমির মধ্যে মেইন পিলার ২১৬০/৬ এস হতে অনুমান ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোর্সের তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ভারতীয় গাজা আটক করা হয়। বিজিবির তথ্য মতে ১২ বোতল হুইস্কি মূল ১৮ হাজার টাকা ও ১ জেকি গাজার মূল ৩ হাজার ৫ শত টাকা সহ সর্বমোট ২১ হাজার টাকার মালামাল আটক করে পরশুরাম থানা হেফাজতে জমা দেয়া সহ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,“সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।