
আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীর দাগনভূঞায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারের বাড়িতে এ ডাকাতি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা আরো জানান, শুক্রবার গভীর রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সবাইকে বেঁধে ফেলে এবং ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তাদের দেওয়া তথ্য মতে লুটের মোট পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার মতো। সরজমিনের তথ্য মতে আরো জানাযায়, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন এবং কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে আসেন। ওই তিনজনের কাছেই প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে না থাকলেও ঘরে থাকা বাবুল মিয়া, তার দুই ভাগনে ও দুই বোনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতরা। বাবুল মিয়াকে তারা মারধরও করে। পরে সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসীই এই ঘটনার সঙ্গে জড়িত। এসব ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আরো জোরালো ভূমিকার মাধ্যমে এসকল অপরাধীদের আইনের আওতায় আনবেন বলে প্রত্যাশা রাখেন। ঘটনার খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বলেন, এখানে ক্রাইমিক একটি ঘটনা ঘটেছে, আসলে এটি ডাকাতি, দুর্ধর্ষতা না-কি চুরি তদন্তের মাধ্যমে বাহির হয়ে আসবে। পুলিশ সুপার আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাড়ির সাথে যাদের নিবিড় যোগাযোগ আছে এবং যাদের যাতায়াত রয়েছে তাদের মধ্যে থেকে এমন ঘটনা ঘটানো হতেপারে। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।