
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জাতীয় পার্টি, ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, একটি কুচক্রি মহল ইউএনও রোকনুজ্জামান খানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।” তারা দাবি করেন, “আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইউএনও রোকনুজ্জামান খান আমতলীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি কখনো আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা বা সাক্ষাৎ করেননি। তারা জানান, ইউএনও আমতলীতে যোগদানের এক সপ্তাহ আগে ৬ এপ্রিল ব্যক্তিগত কাজে মাকে ঢাকায় পাঠানোর পথে আমতলী নতুন বাজার চৌরাস্তায় কয়েকজন সরকারি কর্মকর্তার অনুরোধে একটি হোটেলে চা খেতে যান। সেখানে উপস্থিত একজন সামাজিক কর্মী কুশল বিনিময়ের সময় একটি ছবি তুললে সেটিই পরে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও ঝালকাঠিতে কর্মরত এক সরকারি কর্মকর্তার সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের ছবি নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কুচক্রি মহলটি। বক্তারা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ইউএনও’র প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তার পাশে থাকার ঘোষণা দেন।

মানববন্ধনে অংশ নেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্ল্যাকার্ড হাতে অবস্থান, স্লোগান “সত্যের জয় হোক”, মিথ্যা সংবাদ বন্ধ করো” ইত্যাদি। নিরপেক্ষ প্রশাসনকে বিতর্কিত করতে একটি স্বার্থান্বেষী মহলের এই অপপ্রচার সফল হবে না—এমনটাই মত স্থানীয় সচেতন মহলের।
মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি